সিঙ্গাপুরে অর্ধেকের বেশি নাগরিক টিকা পেয়েছেন
সিঙ্গাপুরে অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী করোনাভাইরাসের টিকার কমপক্ষে একটি ডোজ পেয়েছেন। আর প্রায় ৩৬ শতাংশ দুটি ডোজ বা সম্পূর্ণ টিকা পেয়েছেন।
শনিবার (১৯ জুন) দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং এ তথ্য জানিয়েছেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি বলেছেন, যতটা দ্রুত পারছি, টিকা দিচ্ছি। বৈশ্বিক চাহিদা বেশি থাকায় টিকা সরবরাহ সীমাবদ্ধ।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, যত তাড়াতাড়ি সম্ভব, আমরা আরও বেশি টিকা সরবরাহের চেষ্টা করে যাচ্ছি। টিকা নিতে অন্যদের পরিবার ও বন্ধুদের উৎসাহিত করুন।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞরা একমত যে, কোভিড একসময় সাধারণ ভাইরাসে পরিণত হবে। এ ভাইরাসের সঙ্গে আমাদের খাপ খাইয়ে নিতে হবে এবং এর সঙ্গে বাস করতে শিখতে হবে।
বিজ্ঞাপন
আরএইচ