দুই দিনব্যাপী হ্যানয় বিশ্ব সংস্কৃতি দিবসে অংশগ্রহণ করেছে বাংলাদেশ। সোমবার (১৩ অক্টোবর) হ্যানয়ের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, ১০-১২ অক্টোবর থাং লং প্রাচীন ইম্পেরিয়াল সিটাডেলে প্রথম হ্যানয় বিশ্ব সংস্কৃতি দিবস অনুষ্ঠিত হয়। এই মেগা সাংস্কৃতিক অনুষ্ঠানে ৪৮টি দূতাবাস এবং বিপুলসংখ্যক স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থা সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বৈশ্বিক সম্প্রীতি উদযাপনের জন্য একত্রিত হয়েছিল। হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস একটি জাতীয় প্যাভিলিয়ন, একটি খাদ্য বুথ এবং একটি রন্ধনসম্পর্কীয় প্রদর্শনীর মাধ্যমে উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বাংলাদেশ প্যাভিলিয়ন স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় দর্শনার্থীদের কাছ থেকে উল্লেখযোগ্য মনোযোগ আকর্ষণ করে এবং তারা বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহী হয়। ফুড বুথে প্রদর্শিত বাংলাদেশি খাবারগুলো তার অনন্য স্বাদ ও ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারের জন্য ব্যাপক প্রশংসা অর্জন করে।

দূতাবাস আয়োজিত বাংলাদেশি রন্ধনসম্পর্কীয় শিল্পকলা সম্পর্কিত একটি বিশেষ অধিবেশন দর্শনার্থীদের দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের স্বতন্ত্র স্বাদ ও রন্ধনসম্পর্কীয় ঐতিহ্য অনুভব করার সুযোগ করে দেয়।

ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. লুৎফর রহমান ভিয়েতনামের সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন নগুয়েন ভ্যান হাং-এর কাছ থেকে প্রশংসাপত্র গ্রহণ করেন।

এনআই/এসএসএইচ