কাতারে চট্টগ্রাম সমিতির আংশিক কমিটি ঘোষণা
কাতারে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসীর প্রবাসীদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ সেতুবন্ধন তৈরির লক্ষ্যে গঠিত হলো চট্টগ্রাম সমিতি কাতার।
কাতারের স্থানীয় মঙ্গলবার রাত ১০টায় রাজধানীর দোহা নাজমা হলিডে ইন বিজনেস পার্ক হল রুমে সমিতির আংশিক কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
ইসমাইল মুনসুরকে সভাপতি ও মোজাম্মেল হোসেনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করেন লায়ন মোহাম্মদ মঈন উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মাওলানা জমির উদ্দিন, কাজী ফারুক পেয়ারু, মোহাম্মদ আলী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিউদ্দিন কাজল। অনুষ্ঠানে বিপুলসংখ্যক কাতার প্রবাসী চট্টগ্রামবাসী উপস্থিত ছিলেন। এ সময় আগামী একমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়ার কথা জানান নবনির্বাচিত সভাপতি।
বিজ্ঞাপন
এমজে