বক্তব্য রাখছেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম

যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বৌদ্ধদের বুদ্ধ বিহার ‘জেতবন বিহার লন্ডন’-এর তৃতীয় পবিত্র শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব ২০২৫ উদযাপিত হয়েছে।

সম্প্রতি জেতবন বিহার লন্ডনের বিহারাধ্যক্ষ শাসনকীর্তি ফ্রা এইচ মহীপাল মহাথেরো মহোদয় ধর্মীয় কার্যক্রম উদ্বোধন করেন। লন্ডনের এ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত শ্রীলঙ্কান সংঘরাজ ভদন্ত ড. হেমরত্ন মহাথের।

প্রধান অতিথি হিসেবে ছিলেন ওয়াট ফ্রা বুদ্ধারামের বিহারাধ্যক্ষ ভদন্ত ফ্রা মহাসমচায় মহাথের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীয়মান সাংঘিক ব্যক্তিত্ব বাংলাদেশ থেকে আগত সদ্ধর্মদেশক ভদন্ত জিনানন্দ থের। ওয়াট ফ্রা ধম্মাকায়া, মগক বিহার, সম্বোধি বিহার হতে অতিথি ভিক্ষুরাও উপস্থিত থেকে সভার শোভাবর্ধন করেন। দিনব্যাপী নানা ধর্মীয় কর্মকাণ্ডের মাধ্যমে যথাযথ মর্যাদায় দানোত্তম কঠিন চীবর দান সমাপ্ত হয়।

এতে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।

হাইকমিশনার আবিদা ইসলাম তার বক্তব্যে বুদ্ধ ও কঠিন চীবর দানের ধর্মীয় বিশ্লেষণ প্রশংসিত বলে উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী স্যার স্টিফেন থিমস এমপি। তিনি যুক্তরাজ্যে বসবাসরত বৌদ্ধদের এই মহাআয়োজনে সন্তুষ্টি প্রকাশ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন।

সভায় বোদিয়ান চিলড্রেন এডুকেশন ইউকের সার্টিফিকেট প্রদান করা হয়। সার্টিফিকেট প্রদান করেন প্রিন্সিপাল শাসনকীর্তি ফ্রা এইচ মহীপাল মহাথের।

কঠিন চীবর দানের আহ্বায়ক চন্দন বড়ুয়া তার সমাপনী বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধর্মীয় ও সামাজিক পর্বের পরিসমাপ্তি ঘোষণা করেন।

এসএসএইচ