তথ্য-প্রযুক্তি ব্যবহার করে প্রাথমিক স্তরের শিক্ষকদের প্রযুক্তি নির্ভর দক্ষতা উন্নয়ন ও পাঠদানকে আরও উদ্ভাবনী এবং আনন্দদায়ক করতে প্রশিক্ষণ কর্মশালা চালু করেছে মালয়েশিয়ার তথ্য-প্রযুক্তিভিত্তিক সংগঠন ইয়ুথ হাব। দুই মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা চলবে।

মঙ্গলবার (২২ জুন) রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া থেকে অনলাইনের মাধ্যমে কর্মশালা পরিচালনা করেন ইয়ুথ হাবের সভাপতি, গুগল ফর এডুকেশনের সার্টিফায়েড এডুকেটর ও ট্রেইনার পাভেল সারওয়ার।

গুগল মিটে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।

প্রাথমিকভাবে ৫০ জন শিক্ষক-শিক্ষিকাকে নিয়ে ভার্চুয়ালি শুরু হওয়া কর্মশালাটি দুই মাসব্যাপী চলবে। কর্মশালায় গুগল ফর এডুকেশনের বিভিন্ন এপ্লিকেশন, ভার্চুয়াল রিয়েলিটি, গুগল ক্লাস রুম শেখানো হবে বলে জানিয়েছেন কর্মশালার সমন্বয়ক সাদিক শামীম।

ইয়ুথ হাবের পক্ষ থেকে শুধুমাত্র ঈশ্বরগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য এটি সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হবে।

ইয়ুথ হাব স্কুল পর্যায়ে উদ্ভাবন, তথ্য-প্রযুক্তি শিক্ষা ও নতুন উদ্যোক্তা তৈরি নিয়ে কাজ করছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের মাঝে তথ্য-প্রযুক্তি শিক্ষাকে প্রাধান্য দিচ্ছে প্রতিষ্ঠনটি।

এমএইচএস