সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস আগামী ২ ডিসেম্বর উদযাপিত হবে। এ উপলক্ষ্যে দেশটির রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস দুদিন বন্ধ থাকবে।

মঙ্গলবার দূতাবাস-কনস্যুলেট জেনারেলের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

তবে এদিন ছুটি থাকা অবস্থায় দূতাবাস ও কনস্যুলেটের জরুরি সেবা কার্যক্রম চলবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

এদিকে ৫৪তম জাতীয় দিবস উপলক্ষ্যে আমিরাতের সব সরকারি প্রতিষ্ঠান সাপ্তাহিক ছুটিসহ চারদিন ও শারজায় সাপ্তাহিক ছুটি শুক্রবারসহ পাঁচ দিন বন্ধ থাকবে। দেশটির সরকার এই ছুটির ঘোষণা দিয়েছে।

এমএসএ