সংযুক্ত আরব আমিরাতের ঈদ আল ইত্তিহাদ (জাতীয় দিবস) উপলক্ষ্যে বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে তিন দিনের ফ্রি পাবলিক পার্কিংয়ের ঘোষণা দিয়েছে দেশটির সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ)।

আগামী ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর (রোববার-সোমবার এবং মঙ্গলবার) পর্যন্ত পার্কিং বিনামূল্যে থাকবে। তবে বহুতল গাড়ি পার্কিং এবং আল খাইল গেট (এন-৩৬৫) এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

আরটিএ সূত্রে জানা যায়, ছুটির সময় দুবাই মেট্রো এবং ট্রাম পরিষেবা বর্ধিত সময়সূচিতে চলবে। পাবলিক বাস এবং সামুদ্রিক পরিবহনের সময়সূচি পরিবর্তিত হতে পারে।

যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য (আরটিএ) গ্রাহক কেন্দ্রগুলো আংশিকভাবে খোলা থাকবে। নিয়মিত পার্কিং ফি ৩ ডিসেম্বর বুধবার থেকে পুনরায় শুরু হবে।

এমএন