যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উদযাপিত হয়েছে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করেন বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।

দূতাবাসের কাউন্সিলর তৌহিদ ইমামের সঞ্চালনায় বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির বাণী পাঠ করেন দূতাবাসের উপমিশন প্রধান শাহনাজ আক্তার রানু। প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন লেবার কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ খান, পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) রুবাইয়া আফরোজ।

মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে সব শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সমিতি, জনতা ব্যাংক, বাংলাদেশ বিমান, বাংলাদেশ স্কুল, মুক্তিযোদ্ধা, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিরাসহ অনেকে উপস্থিত ছিলেন।

এমএন