প্যারিসে শহীদ ওসমান হাদি স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদীর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। প্রয়োজনে বিশ্বব্যাপী রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে নিয়ে পুনরায় রেমিট্যান্স শাটডাউন কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় প্যারিসের অদূরে পন্তা এলাকার একটি রেস্তোরাঁয় শহীদ ওসমান হাদি সমর্থক ফোরামের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক আবদুল মান্নান আজাদ। পরিচালনা করেন ফোরামের আহ্বায়ক ও ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) সহ-সমন্বয়ক মোহাম্মদ কামারুজ্জামান। স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব আজাদী আবুল বাশার (হেলাল)।
আলোচনা সভায় বক্তব্য দেন এফবিজেএ’র সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন, জিয়া সাইবার ফোর্সের সাবেক সহ-সভাপতি মীর জাহান, নজরুল গবেষক খোরশেদ আলম পাটোয়ারী, বিসিফ’র সাধারণ সম্পাদক নজমুল কবির, নাগরিক পরিষদ ফ্রান্সের সদস্য সচিব ইমরান আহমেদ, গবেষক ও অ্যাক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারী, এফবিজেএ’র মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ডায়াসপোরার আহ্বায়ক মোহাম্মদ আলী চৌধুরী, দ্য জার্নাল সম্পাদক ও এইড পয়েন্ট প্রতিষ্ঠাতা ফয়সাল আহমেদ, খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক মাওলানা কাজী নজরুল, কাজী নজরুল সেন্টার ফ্রান্সের সভাপতি কবি সোহেল আহমেদ, কবি চৌধুরী রেজাউল হায়দার, তরুণ সমাজকর্মী তানভীর ওয়াদূদ, এনসিপির সদস্য সচিব শাফওয়াত হোসেন (রাব্বি রাজ), এক্টিভিস্ট আজিমুল হক খান, সাংবাদিক সরদার হাসান ইলিয়াস তানিম ও মো. হিজবুল্লাহ।
বিজ্ঞাপন
শহীদ ওসমান হাদীর জীবনী তুলে ধরেন সাবেক ছাত্রনেতা ও কারু কুঠি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম।
বক্তারা বলেন, শহীদ ওসমান হাদী দল-মতের ঊর্ধ্বে উঠে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এবং তার হত্যার বিচার ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ প্রতিরোধ চলবে।
দোয়া মাহফিল পরিচালনা করেন এমসি ইনস্টিটিউট ফ্রান্সের প্রিন্সিপাল মাওলানা বদরুল বিন হারুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম, ইকরামুল কবির সালমান, রেজওয়ান হিমেল, তের্খ বাংলা সম্পাদক কাওসার আহমেদ, আউয়াল রহমান দ্বীপ, মোহাম্মদ আরাফাত, বদরুল বিন আফরুজ, ইয়াসির আরাফাত (খোকন), আবু তাহের রাজু, সাইফুল ইসলাম ও মামুন মাহিন।
আরএআর