জমকালো আয়োজনের মধ্য দিয়ে ইংরেজি নতুন বছর ২০২৬ বরণ করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ের বুর্জ খলিফা, ডাউনটাউন এলাকা, দুবাই শপিং ফেস্টিভ্যাল, আটলান্টিস দ্য পাম, বুর্জ আল আরব, ব্লুওয়াটার্স আইল্যান্ডসহ বিভিন্ন স্থানে ছিল চোখ ধাঁধানো আয়োজন। 

বুধবার রাত ঠিক ১২টায় বুর্জ খলিফার নির্মাতা প্রতিষ্ঠান ইমার প্রপার্টিজের আয়োজনে শুরু হয় বিশাল আতশবাজির প্রদর্শনী। বিশ্বের বিভিন্ন দেশের দর্শনার্থীরা সংগীতের তালে তালে আতশবাজি ও আলোকসজ্জার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানান।

বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার সামনে বাঁধানো চত্বরে বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয়সহ বিভিন্ন দেশের পর্যটকদের ভিড় দেখা যায়। ঘড়ির কাঁটা ১২টা ছোঁয়ার সঙ্গে সঙ্গে সংগীতের সুরে তাল মিলিয়ে বুর্জ খলিফার গায়ে ভেসে ওঠে নানা রঙের আলো, যা দর্শনার্থীদের মুগ্ধ করে।

মানুষের তৈরি বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ পাম জুমেইরাহ এবং ‘দ্য ওয়ার্ল্ড’ দ্বীপপুঞ্জের আকাশেও দেখা যায় মনোমুগ্ধকর আতশবাজির খেলা।

নববর্ষ উপলক্ষ্যে ১ জানুয়ারি এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আমিরাতের সব শহরকে সাজানো হয় বর্ণিল আলোকসজ্জায়। দুবাইয়ের প্রধান সড়ক, সুউচ্চ ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বেলুন ও নানা ধরনের বাতি দিয়ে তৈরি করা হয় উৎসবমুখর পরিবেশ।

এদিকে বড় বড় শপিং মলগুলোতেও ছিল উৎসবের আমেজ। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতেই মূলত এসব আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

এমএসএ