ঢাকায় আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠাতব্য দক্ষিণ এশীয় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলনে অংশ নিতে বাংলাদেশে আসছেন মালদ্বীপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। দেশটির উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক স্টেট মিনিস্টার ফাতিমাথ মোহাম্মদের নেতৃত্বে এই প্রতিনিধিদল সম্মেলনে যোগ দেবে।

সফরের প্রস্তুতি হিসেবে শনিবার (১০ জানুয়ারি) প্রতিনিধিদলটি মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে হাইকমিশনার শিক্ষা কূটনীতিকে বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে উল্লেখ করেন এবং মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে বিদ্যমান শিক্ষা ও বৃত্তির সুযোগগুলো তুলে ধরেন। তিনি জানান, মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ সরকার প্রদত্ত ৭টি সরকারি চিকিৎসা বৃত্তি এখনো যথাযথভাবে ব্যবহার হচ্ছে না।

জবাবে স্টেট মিনিস্টার ফাতিমাথ মোহাম্মদ জানান, বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক অর্জনকারী মালদ্বীপের চিকিৎসকরা নিজ দেশে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এটি বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সুনাম বৃদ্ধি করেছে। তিনি বাংলাদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্যগুলো আরও ব্যাপকভাবে প্রচারের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠক শেষে প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের শুভেচ্ছা জানানো হয় এবং সফরকালীন সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

বিআরইউ