মালয়েশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ২০৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ২০১ জনে। 

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৫১৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ২৭ হাজার ৯৫৪ জন। 

বর্তমানে মোট সক্রিয় রোগীর সংখ্যা এক লাখ ৬৫ হাজার ৮৪০। সোমবার (২৬) মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। রোববার ১৭ হাজার ৪৫ জন শনাক্ত হন; যা এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

জুলাইয়ের পর মালয়েশিয়াতে থাকছে না লকডাউন ও জরুরি অবস্থা। আগামী ১ আগস্ট থেকে লকডাউন ও জরুরি অবস্থা শিথিল করা হবে বলে জানিয়েছে সরকার। 

সোমবার দেশটির পার্লামেন্টের বিশেষ অধিবেশনে এ তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী তাকিউদ্দিন হাসান। ৩১ জুলাইয়ের পর লকডাউন ও জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই বলে জানিয়েছেন তিনি।

দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের এ দেশে গত জুন মাসের শেষ দিক থেকে করোনা সংক্রমণ বাড়তে থাকায় ১ জুলাই থেকে মালয়েশিয়ায় লকডাউন ও জরুরি অবস্থা ঘোষণা করে দেশটির সরকার। কিন্তু লকডাউন ও জরুরি অবস্থা জারি থাকার পরও সংক্রমণ নিয়ন্ত্রণে আসেনি। 

আরএইচ