যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আমিরাতে ‘আল্লাহ নৈকট্য অর্জনের মাধ্যমে হজ্ব ও কোরবানি’ শীর্ষক এশায়াত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ আল-আবীর ১৫৬নং শাখার উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।

বুধবার (২৮ জুলাই) দুবাই আল-আবীর শাখা কার্যালয়ে আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও রবিউল হাসান সুমনের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ সাইফুদ্দিন।

এশায়াত সেমিনারের প্রবন্ধ পাঠ করেন, মাহমুদুল হাসান। প্রবন্ধের আলোকে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ মুজিবুল করিম সাইমন।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মুহাম্মদ সাব্বির। নাতে মোস্তাফা পেশ করেন মুহাম্মদ মাসুদ পারভেজ। কছিদা শরীফ পেশ করেন মুহাম্মদ রাকিব ও মুহাম্মদ ওসমান গনি নয়ন।

এ সময় বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা, প্রবাসী বাংলাদেশি, স্থানীয় ও বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।

সবশেষে মিলাদ-ক্বিয়াম ও মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের হায়াতে আবেদী, রোগ মুক্তির জন্য শেফায়ে দায়েমি, দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি অগ্রগতি ও উপস্থিত সবার ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস থেকে বিশ্ববাসীর সুরক্ষা ও মুক্তি এবং কাগতিয়ার গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এমএইচএস