সিলেটের ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সপ্তম তলা নির্মাণের উদ্দেশ্যে যুক্তরাজ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দাতা সদস্যদের সহযোগিতায় প্রকল্পটি সফল করার বিষয়ে আলোচনা করা হয়। আগামী ২০ সেপ্টেম্বর রয়েল রিজেন্সি হলে দাতাদের সম্মাননা সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়াও নতুন ও পুরনো স্থায়ী দাতা সদস্যদের সহযোগিতার বিষয়টিও আলোচনা হয়।

এফএনএইচএফএসের চেয়ারম্যান মাহমুদুর রশীদ এতে সভাপতিত্ব করেন। পরিচালনা করেন সম্পাদক (হার্ট ফাউন্ডেশন সিলেটের নির্বাহী সদস্য) মিছবাহ জামাল। প্রধান বক্তা ছিলেন হাসপাতালের সপ্তম তলা নির্মাণ প্রকল্পের যুক্তরাজ্যের প্রধান ও চ্যানেল এস চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ভাইস চেয়ারম্যান মানিক মিয়া। যুক্তরাজ্য উপদেষ্টা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজ মজির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এম ইয়াকুব ও যুক্তরাজ্য উপদেষ্টা কমিটির সভাপতি এম এ আহাদসহ সকল প্রয়াতদের মাগফেরাত কামনা করা হয়।

সভায় জানানো হয়, পরবর্তী ভার্চুয়াল আলোচনায় নতুন ও পুরাতন দাতা সদস্যদের আমন্ত্রণ জানানো হবে। আশা করা হচ্ছে, ২৫০ জন বা তার বেশি দাতা সদস্যদের আসন থাকবে। সপ্তম তলা নির্মাণ প্রকল্পের দাতা সদস্যদের সম্মাননা সার্টিফিকেট দেওয়া হবে। এছাড়াও হালকা বিনোদনসহ ডিনারের আয়োজন থাকবে। এতে সবাইকে স্বাগত জানান যুগ্ম সম্পাদক মনসুর আহমদ খান।

সভায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন সিলেট থেকে ফাউন্ডেশনের প্রচার সম্পাদক আবু তালেব মুরাদ, আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক এস আই আজাদ আলী ও ফাউন্ডেশনের ডিরেক্টর ও সিইও কর্নেল (অব.) শাহ আবিদুর রহমান।

ওএফ