ইতালিতে বেড়ে ওঠা প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে রোমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।  

বাংলাদেশ সরকারের শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায় ১০ আগস্ট বিনামূল্যে দূতাবাস কার্যালয় থেকে এই পাঠ্যবই বিতরণ করা হয়। 

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান রোমের মন্তেভেরদে নামক এলাকায় অবস্থিত প্রাথমিক বাংলা পাঠশালার সংগঠক ও শিক্ষকদের কাছে বইগুলো হস্তান্তর করেন। হস্তান্তরিত পাঠ্যপুস্তকের মধ্যে ১ম শ্রেণির ১২ সেট বই প্রদান করা হয়। রোমা ওয়েস্ট মন্তেভেরদে নারী কল্যাণ সমিতির সভাপতি লিপি ইসলাম বই নিয়ে দূতাবাসকে ধন্যবাদ জানান। 

বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে সম্পৃক্ত রাখার প্রয়াসে তাদের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরনের কাজে সহায়তা প্রদানের আশ্বাস দেন রাষ্ট্রদূত শামীম আহসান। বই বিতরণকালে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর (শ্রমকল্যাণ) মো. এরফানুল হক।

এনএফ