মিশিগানে দিরাই-শাল্লাবাসীর গ্রীষ্মকালীন উৎসব
যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে গ্রীষ্মকালীন উৎসব উদযাপন করেছে দিরাই ও শাল্লা উপজেলার প্রবাসীরা। রোববার (২০ সেপ্টেম্বর) ওয়ারেন সিটির হলমিছ পার্কে দিরাই-শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউএসএ উৎসবের আয়োজন করেছে। এতে মিশিগানে বসবাসকারী দিরাই-শাল্লাবাসীসহ বাংলাদেশি কমিউনিটির অনেকে অংশ নেন।
এ সময় আলোচনা সভা, খেলাধুলা, পুরষ্কার বিতরণ, বারকিউ ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় বেলুন উড়িয়ে অনুষ্ঠান শুরু করেন সিলেট বার এর পিপি ও সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম।
বিজ্ঞাপন
সংগঠনের সভাপতি সৈয়দ মহিউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ মুতালিবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বারের এডিশনাল পিপি অ্যাডভোকেট শামছুল ইসলাম।
বিজ্ঞাপন
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিশিগান মহানগর আওয়ামী লীগ সভাপতি আব্দুস শাকুর মাখন, হেমট্রামিক সিটির কাউন্সিলর প্রার্থী আবু আহমেদ মুছা, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফয়সল আহমেদ, খাজা শাহাব আহমেদ, জগন্নাতপুর সমিতির উপদেষ্টা বাবুল আহমদ বাচ্চু, বিয়ানীবাজার সমিতির সভাপতি এখলাছুর রহমান, সাবেক সেক্রেটারি মোহাম্মদ আজিজ সুমন, হবিগঞ্জ সমিতির আব্দুল মালিক, প্রফেসর নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল ইসলাম। এ সময় করোনায় মারা যাওয়া সংগঠনের উপদেষ্টা আবু ইউসুফসহ সব মৃতদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে অতিথিরা খেলায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
এমএইচএস