ইতালির ভেনিসে স্থায়ী কনস্যুলেট অফিস করার দাবি জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। শনিবার (২ অক্টোবর) স্বদেশ-বিদেশ পাঠক ফোরাম আয়োজিত মনফী সুপার ফুটবল লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।

ইতালির মনফালকনে যুব সমাজকে খেলাধুলায় রেখে মানসিক ও শারীরিক বিকাশে সহযোগিতার লক্ষ্যে স্বদেশ-বিদেশ পাঠক ফোরাম আয়োজিত ও বাংলাদেশ সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় এ আয়োজন করা হয়। মনফী সুপার ফুটবল লীগের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. জিয়াউর রহমান খান সোহেল। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মজনু দেওয়ান ও সিনিয়র সহ-সভাপতি মামুন আল রশিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ দূতাবাস রোম (শ্রম-কল্যান) কাউন্সেলর এরফানুল হক। এছাড়া স্বদেশ-বিদেশের প্রধান প্রতিষ্ঠাতা সম্পাদক ইকবাল হোসেন, ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা স্বদেশ-বিদেশ পাঠক ফোরাম মনফালকনে খন্দকার তোফাজ্জল হোসেন তপন, ফরিদুল ইসলাম আনিস, ফরিদ আহমেদ, জনি মিয়া, সারোয়ার কাওসার, রাফিক লিটন, আবুল হোসেন পাপ্পু, মাজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিজয়ী দল বন্ধু একাদশের অধিনায়ক আপেল ও তার দলের হাতে ট্রফি তুলে দেন রাষ্ট্রদূত শামীম আহসান ও রানার আপ দল ভাই বন্ধু একাদশের অধিনায়ক ইয়াসিনের হাতে ট্রফি তুলে দেন শ্রম কাউন্সেলর এরফানুল হক। এছাড়া সেরা গোলকিপার, সর্বোচ্চ গোলদাতা, ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ ট্রফি দেওয়া হয়।

এ সময় সভাপতির বক্তব্যে মনফালকনে শহরের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের নানা সমস্যা ও অভিযোগ তুলে ধরেন মো. জিয়াউর রহমান খান সোহেল। তিনি অন্যতম প্রধান সমস্যা হিসেবে তুলে ধরেন- এ শহর থেকে মিলানে পাসপোর্ট নবায়ন ও যাবতীয় অন্যান্য কাগজপত্র করতে অনেক সময় ব্যয় হয়। এ সমস্যার সমাধানের লক্ষ্যে জোরালো দাবি জানান তিনি। তিনি দাবি জানিয়ে বলেন, এ শহরে যেন দ্রুতই একটি কনস্যুলার সেবার ব্যবস্থা গ্রহণ করা হয়। এর পরিচালনার সহযোগিতার জন্য যেন কোনো সামাজিক সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়, তা না হলে সুবিধাভোগীরা সুবিধা নেবে।

বিশেষ অতিথির বক্তব্যে কাউন্সেলর (শ্রম কল্যাণ) মো. এরফানুল হক অয়েজ অব আনার্সের গুরুত্ব তুলে ধরেন। স্বদেশ-বিদেশ প্রধান ও প্রতিষ্ঠাতা সম্পাদক ইকবাল হোসেন বলেন, স্বদেশ-বিদেশ পাঠক ফোরাম একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এখানে সবার সহাবস্থানের মাধ্যমে কমিউনিটির কল্যাণে কাজ করা হয়।

প্রধান অতিথি রাষ্ট্রদূত শামীম আহসান আশ্বাস দিয়ে বলেন, যত দ্রুত সম্ভব মনফালকনে কনস্যুলার সেবা দেওয়ার ব্যবস্থা করা হবে।

এসএসএইচ