শিকাগোতে একটি বাংলাদেশময় সন্ধ্যা
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কনসাল অব ইলিনয়েসের (শিকাগোর) উদ্যোগে গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠিত হয়েছে।
১ অক্টোবর সন্ধ্যায় শিকাগোর হলিডে ইনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন দেশের প্রায় ৩০টি কনসুলেটের প্রতিনিধিসহ যুক্তরাষ্ট্রের ৩৪টি প্রদেশের প্রবাসী নেতারা এতে উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছরকে স্মরণ করে ব্যানার, ফেস্টুন, পতাকা, বেলুন ও লাল-সবুজের গেট দিয়ে পুরো বলরুমের ভেতর ও বাইরে সাজানো হয়েছিল।
বিজ্ঞাপন
সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনারারি কনসাল জেনারেল অব শিকাগো মুনির চৌধুরী।
কি নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন- ড. মনজুরুল হক। অনুষ্ঠানে শিকাগোর মেয়র শুভেচ্ছা বক্তব্য দেন। বক্তব্য দেন- এন আর বি চ্যাপ্টারের চেয়ারপারসন শাকিল চৌধুরী। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের একটি বক্তব্য প্রচার করা হয়।
মন্ত্রী তার বক্তব্যে জাতির জনকের প্রতি শ্রদ্বা জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা আজ দৃশ্যমান। বিশ্বের বিভিন্ন দেশ আজ বাংলাদেশকে রোল মডেল হিসেবে নিচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে যুগান্তকারী কাজ করে যাচ্ছেন।
প্রধান অতিথির বক্তব্য যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে আমাদের অর্জনের শেষ নেই। আজ বাংলাদেশ বিশ্বের রোল মডেল। সেখানে প্রবাসীদের অবদান রয়েছে। বাংলাদেশের অগ্রগতি জাতিসংঘের কাছে রোল মডেল। জাতির জনকের জন্মশতবার্ষিকীর এই অনুষ্ঠানে থাকতে পেরে আমি গর্বিত।
অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন ও বঙ্গবন্ধুকে নিয়ে দুটি প্রামাণচিত্রও দেখানো হয়।
এছাড়া অনারারি কনসাল জেনারেল মুনির চৌধুরী রাষ্ট্রদুত শহিদুল ইসলামকে ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে আলোচনার ফাঁকে ফাঁকে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এসবের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা হয়।
এনএফ