ফলাফল ঘোষণার পর বিজয়ী মাহবুব-মান্নান প্যানেল সমর্থকদের উল্লাস

যুক্তরাষ্ট্রে বসবাসরত সিলেটের বিয়ানীবাজার উপজেলাবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএর দ্বি-বার্ষিক (২০২২-২৩) নির্বাচনে মান্নান-মাহবুব প্যানেল বিপুল ভোটে পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে।

রোববার (১০ অক্টোবর) নিউইয়র্কের কুইন্সের উডহ্যাভেনে অবস্থিত জয়া হলে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ ও প্রাচীনতম আঞ্চলিক এ সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে রোববার রাত আনুমানিক ১০টায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। ১৯টি পদে দুই প্যানেল থেকে ৩৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 

ফলাফলে মান্নান-মাহবুব প্যানেলের আব্দুল মান্নান এক হাজার ৮৪৭ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হন। অপরদিকে মিসবাহ-অপু প্যানেলের সভাপতি প্রার্থী মিসবাহ আহমেদ পেয়েছেন এক হাজার ৩৫৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মান্নান-মাহবুব প্যানেলের নাজমুল হক (মাহবুব) এক হাজার ৬৬০ ভোট পেয়ে বিজয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাধারণ সম্পাদক প্রার্থী রেজাউল আলম (অপু) পেয়েছেন এক হাজার ৪৭৯ ভোট।

মান্নান-মাহবুব প্যানেলের অন্যান্য বিজয়ী প্রার্থীদের মধ্যে সহ সভাপতি পদে ফয়জুর মিয়া (এক হাজার ৭৬৩ ভোট), সহ সাধারণ সম্পাদক পদে আব্দুর নুর হারুন (এক হাজার ৫৬৭ ভোট), কোষাধ্যক্ষ পদে আব্দুল হান্নান দুখু (এক হাজার ৭৮২ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে আবু তৈয়ব মো. তালহা (এক হাজার ৬৮৫ ভোট), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অনিক রাজ (এক হাজার ৬৫৭ ভোট), দফতর সম্পাদক পদে আব্দুল হামিদ (এক হাজার ৭৩৫ ভোট), প্রচার সম্পাদক পদে আব্দুল হাকিম (এক হাজার ৭৮০ ভোট), ক্রীড়া সম্পাদক পদে কিবরিয়া আহমেদ শাহিদ (এক হাজার ৭৪৬ ভোট), সমাজকল্যাণ সম্পাদক পদে আক্তারুজ্জামান শাহীন মালিক (এক হাজার ৬৮০ ভোট), মহিলা বিষয়ক সম্পাদক নাজমা আহমেদ (এক হাজার ৭৫৬ ভোট), কার্যকরী সদস্য পদে জামাল হোসেন (এক হাজার ৭৮০ ভোট), মো. খলকুর রহমান (এক হাজার ৭১৩ ভোট), মো. রাজ্জাক মুন্না (এক হাজার ৭৪৩ ভোট), নুর উদ্দীন (এক হাজার ৭৩৪ ভোট), ফখরুল হক (এক হাজার ভোট), হোসেন আহমদ (এক হাজার ৭২৩ ভোট) ও মো. আবু তাহের ১৬৯১ ভোট পেয়ে নির্বাচিত হন।

এদিকে সমিতির নির্বাচনকে ঘিরে প্রবাসী বিয়ানীবাজারবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সবাইকে করোনা সংক্রমণসহ স্বাস্থ্য সুরক্ষায় কোভিড প্রটোকল মেনে চলতে হয়েছে। 

সমিতির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রাজ্জাকের (প্রধান নির্বাচন কমিশনার) নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেছেন। কমিশনের অপর সদস্যরা হলেন- হিফজুর এম রহমান, জালাল উদ্দিন আহমদ, কামাল চৌধুরী ও মোহাম্মদ হেলাল উদ্দিন। এবার সমিতির মোট ভোটার ৫ হাজার ৩৬৭ জন। যা এ পর্যন্ত সমিতির ইতিহাসে রেকর্ডসংখ্যক ভোটার।
 
এবারের নির্বাচনে সমিতির সাবেক উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মান্নান ও সদস্য নাজমুল হক মাহবুবের নেতৃত্বে ‘মান্নান-মাহবুব’ প্যানেল ‘সৃজনশীল, যোগ্য, সৎ, গতিশীল ও নতুন নেতৃত্বেও প্রত্যাশায়’ শ্লোগান নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অপরদিকে সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ আহমেদ ও বর্তমান সাংগঠনিক সম্পাদক রেজাউল আলম অপুর নেতৃত্বে ‘মিসবাহ-অপু’ প্যানেল ‘আমরা নিষ্ঠা, সততা ও ঐক্যে বিশ্বাসী’ শ্লোগান নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বিপুল ভোটে বিজয়ী করায় বিয়ানীবাজার বাজার সমিতির ভোটার, সমর্থক, শুভাকাঙ্ক্ষী সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিজয়ী সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক নাজমুল হক মাহবুব। পাশাপাশি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

ওএফ