সমৃদ্ধ সমাজ গঠনের জন্য চীনের গুয়াংশির স্বায়ত্তশাসিত এলাকার অর্জন ও উন্নয়নের অভিজ্ঞতা সম্পর্কে জানতে আন্তর্জাতিক দর্শনার্থীদের অংশগ্রহণে ছয় দিনব্যাপী ‘গুয়াংশি অ্যালাইভ ট্যুর’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

২৫ থেকে ৩০ অক্টোবর ট্যুরটি চীনের গুয়াংশি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের গুইলিন এবং উঝো শহরে অনুষ্ঠিত হয়। শহর দুটি সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং মনোমুগ্ধকর দৃশ্যের জন্য সুপরিচিত।

‘নতুন যুগে চীনা বৈশিষ্ট্যের সাথে সমাজতন্ত্র’ থিম নিয়ে ট্যুরটি গুয়াংশি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের পার্টি কমিটির প্রচার বিভাগ এবং চীনের মর্যাদাপূর্ণ সংবাদমাধ্যম চায়না ডেইলির যৌথ স্পনসরে সম্পন্ন হয়। চীনে বসবাসরত দুই বাংলাদেশি শিক্ষার্থী এই ট্যুরে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিল। 

ট্যুরে অংশ নেওয়া বাংলাদেশি ছাত্র ইশতিয়াক আহমেদ বলেন, আমি এই ছয় দিনের ভ্রমণে গুয়াংশি স্বায়ত্তশাসিত অঞ্চলের উন্নতি, ইতিহাস এবং সৌন্দর্য কাছ থেকে উপভোগ করেছি। ভ্রমণের দ্বিতীয় দিন আমাদের ১৫০০ বছরের পুরোনো লিউপাও চায়ের ইতিহাস এবং চা বানানোর পদ্ধতি জানার জন্য একটি চা বাগানে নিয়ে যাওয়া হয়েছিল। এটা দেখে আমার উপলব্ধি হলো, চা বাংলাদেশের একটি জনপ্রিয় পানীয় এবং রয়েছ পুরোনো ইতিহাস। আমরা কেন এই পদ্ধতিতে আমাদের চা প্রচার ও প্রসার করছি না? আমাদের চায়ের ইতিহাস, স্বাদ এবং বাগানের সৌন্দর্য বিশ্ব সমাদৃত। 

তিনি বলেন, আমাদের দেশের সরকার ও সংশ্লিষ্ট সংস্থা যদি উদ্যোগ গ্রহণ করে দেশীয় চায়ের প্রচারে এগিয়ে আসে, আমরা চা রফতানির মাধ্যমে আরো বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব। পাশাপাশি বাংলাদেশের পর্যটন শিল্পও উন্নত হবে।  

বাংলাদেশ, গ্রিস, দক্ষিণ কোরিয়া, জার্মানি, ইউক্রেন, ইরান ও ভিয়েতনাম থেকে ১০ জন বিদেশি সাংবাদিক, স্কলার এবং আন্তর্জাতিক ছাত্রদের একটি দল এই সফরে যোগ দেন। ছয় দিনের সফরে পরিদর্শনকারী দলটি উচ্চ-মানের অর্থনৈতিক প্রবৃদ্ধি, গ্রামীণ পুনরুজ্জীবন এবং পরিবেশগত সুরক্ষায় গুয়াংশির অর্জন সম্পর্কে জানতে পারে।