ফিনল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালন করা হয়। রাজধানী হেলসিংকির একটি রেস্টুরেন্টে ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বেআলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সংগঠনটির সহসভাপতি পলাশ কামালী, সাংগঠনিক রাজু মালেক মোস্তাফা আজাদ বাপী ড. জহিরুল ইসলাম।

অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেসমিন আরা বেগম বিথী, সোহেল রানা, জিয়াউর রহমান, নিয়ামত মিয়া, কামাল উদ্দিন, রাসেল কাল, সুমন, নূসরাত হোসাইন, রোমেনা হুমায়ুন, সিরাজুল ইসলাম ও ছোট মনি আরফা হোসাইন প্রমুখ। পরে মোনাজাতের মধ্যদিয়ে দোয়া অনুষ্ঠান শেষ করা হয়।

আলোচনা সভায় বক্তারা ১৫ আগস্ট ও ৩ নভেম্বর কারাগারে হত্যার শিকার শহীদের রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়া সব পলাতক খুনিদের খুঁজে বের করে আইনের আওয়াত এনে শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোরালো দাবি জানান বক্তারা।