সোশ্যাল মিডিয়ায় বর্ণবাদী মন্তব্য এবং মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের দায়ে বাংলাদেশি তরুণকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। 

আদালত সূত্রে জানা গেছে, দীপাবলি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বর্ণবাদী মন্তব্য করায় গত ৫ নভেম্বর ওই তরুণ গ্রেফতার হন। তিনি মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস করছিলেন। এসব অপরাধে তাকে  চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে

জোহরের পুলিশ প্রধান আয়োব খান মাইদিন পিচাই বলেছেন, অভিবাসন আইনের ১৫ (১) (সি) ধারার অধীনে ১৬ নভেম্বর মুয়ার ম্যাজিস্ট্রেট আদালত ২৯ বছর বয়সী মিয়া আকাসকে এ সাজা দিয়েছেন।

বর্ণবাদী মন্তব্যে জনশৃঙ্খলা ও শান্তি বিনষ্টের হুমকির অভিযোগে পেনাল কোডের ধারা ৫০৫ এবং কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া অ্যাক্টের (সিএমএ) ধারা ২৩৩ এর অধীনে তার অপরাধ তদন্ত করা হয়েছে বলেও জানান তিনি।

আরএইচ