বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অপরিসীম বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হক। তিনি বলেন, রেমিটেন্স আমাদের অর্থনীতির গতিকে বেগবান করে, যা অস্বীকার করার উপায় নেই। প্রবাসীদের ঋণ কোনোদিন শোধ হবে না। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রে ৩৫তম ওয়াশিংটন ফোবানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

ম্যারিল্যান্ডের গে লর্ড পাম বলরুমে অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রবাসীরা মুক্তিযুদ্ধের সময়ও দেশকে নানাভাবে সহায়তা করেছিলেন। এখনও তারা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছেন। সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। 

বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম বলেন, বাংলাদেশের নানা অর্জনে প্রবাসীদের ভূমিকা লিখে বা বলে শেষ করার নয়। প্রতিটা প্রবাসীরা বাংলাদেশকে আমেরিকায় রিপ্রেজেন্ট করেন। 

ফোবানার ৩৫তম আসরের মূল পর্বের তিন দিনব্যাপী অনুষ্ঠানের ফিতা কেটে উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত শহিদুল ইসলাম, ফোবানা সেন্ট্রাল নেতৃবৃন্দ ও হোস্ট কমিটির প্রতিনিধিরা। 

উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জর্জিয়ার সিনেটর শেখ রহমান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ভয়েস অব আমেরিকার সাবেক সাংবাদিক রাকেয়া হায়দার, ফোবানার এক্সিকিউটিভ মো. মাহবুবুর রহিম ও মাসুদ রব চৌধুরী প্রমুখ। 

ফোবানার প্রথম দিনে পাঁচ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়। 

এইচকে