বিশ্বখ্যাত বাংলাদেশি স্থপতি ও পুরকৌশলী ফজলুর রহমান খানের স্মৃতিবিজরিত শিকাগোতে অনুষ্ঠিত হবে ৩৬তম ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) সম্মেলন। ‘নবদিগন্তের উৎসব’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী সম্মেলন চলবে ২ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত।

এ লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব শিকাগোল্যান্ড। 

উত্তর আমেরিকায় বসবাসরত সকল প্রবাসীদের কাছে এ ব্যাপারে পরামর্শ চেয়েছে সংগঠনটি। পরামর্শ পাঠানো যাবে fobana chicago2022@gmail.com ঠিকানায়। 

৩৬তম শিকাগো ফোবানার কনভেনর মকবুল আলী ও মেম্বার সেক্রেটারি সৈয়দ এহসান কোকো জানান, আসন্ন ফোবানায় যোগ্যদের এক্সপার্টদের হোস্ট কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। কিছু দিনের মধ্যে আকর্ষণীয় একটি ভেন্যু নিশ্চিত করা হবে।

৩৬তম ফোবানার ম্যাগাজিন সম্পাদনায় থাকবে চমক। আমেরিকার নানান উল্লেখযোগ্য স্কলারদের সমন্বয় করে সমাবেশ করা হবে।  যেসব প্রবাসীরা মূল ধারায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন তাদেরকে তুলে করা হবে। 

এইচকে