আমিরাতে হাটহাজারী প্রবাসী আওয়ামী লীগের উদ্যোগে মনজুকে সংবর্ধনা
সংযুক্ত আরব আমিরাতে উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম চৌধুরী আমিরাত আগমন উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শারজাহ বাংলাদেশ সমিতি বঙ্গবন্ধু হল রুমে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এ সংবর্ধনার আয়োজন করে আমিরাতে অবস্থিত হাটহাজারী উপজেলা প্রবাসী আওয়ামী পরিবার।
বিজ্ঞাপন
শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি খোরশেদ মোবারকের পরিচালনায় অনুষ্ঠানে সাধারণ সম্পাদক এরশাদ আলমের স্বাগত বক্তব্য দেন। শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ আবদুল কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইসমাইল গনি চৌধুরী।
এতে প্রধান বক্তা ছিলেন কমিউনিটি নেতাদের মধ্যে নতুন করে সিআইপি হওয়া প্রকৌশলী আবু জাফর চৌধুরী।
বিজ্ঞাপন
এসময় আরও বক্তব্য রাখেন— বঙ্গবন্ধু পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদ, মাহাবুল আলম মানিক সিআইপি, বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মোহাম্মদ আলী, মোহাম্মদ সেলিম সিআইপি, আজম খান, হাজী সেলিম সিআইপি, আমির হোসেন, আব্দুর রহিম বাবুল, হাটহাজারী সমিতির আহ্বায়ক কাজী মোহাম্মদ ফিরোজ উদ্দিন, আজগর চৌধুরী, মোহাম্মদ জাফর চৌধুরী, সবুজ হাসান, মোহাম্মদ ইয়াকুব, সিরাজ দৌল্লাহ, মোহাম্মদ একরাম চৌধুরী, জামাল উদ্দিন, আবুল বাশার বাবলু, মঈনুল ইসলাম, তৌহিদুল আলম জিলানী, নাছির উদ্দীন খোকন, শহীদুল বাবর, মোহাম্মদ সেলিম ছৈয়দ নূর, মুনির তালুকদার, মোহাম্মদ হোসেন প্রমুখ।
এসএসএইচ