প্রগ্রেসিভ এলায়েন্সের উদ্যোগে ইস্ট লন্ডনে বিজয় দিবস পালিত হয়েছে। ১৫ ডিসেম্বর (বুধবার) ইস্ট লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে বিজয় দিবসের সভার আয়োজন করা হয়। সভা শুরুর আগে আলতাব আলী পার্কে শহীদ বেদিতে  শ্রদ্ধা জানানো হয়।

প্রগ্রেসিভ এলায়েন্সের আহ্বায়ক গয়াছুর রহমান গয়াছের সভাপতিত্বে এবং আব্দুল মালিক খোকনের সঞ্চালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। সভার শুরুতে মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচকরা মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন। ত‍্যাগের কথা বলেন। নির্যাতনের কথা বলেন। এক কোটিরও বেশি লোক ভারতে আশ্রয় নেন। যেসব লোক স্বাধীনতার জন‍্য যুদ্ধ করতে দেশের ভেতরে অথবা ভারতে যান। তাদের পরিবারের উপর কীভাবে নির্যাতন হয়েছিল তার বর্ণনা দেন বক্তারা।

উপস্থিত মুক্তিযোদ্ধারা যুদ্ধকালীন অবস্থার কথা জানান। সভায় জেনারেল আতাউল গণী ওসমানীকে যারা অবহেলা করছে তাদের তীব্র নিন্দা জানানো হয়। বক্তারা বলেন, জেনারেল ওসমানীর নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সভায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতি আহ্বান জানানো হয় তারা যেন জেনারেল ওসমানীর জন্ম ও মৃত্যু দিবস পালন করে। বক্তারা বলেন, জেনারেল রবকে ও কেউ স্মরণ করছে না। এ সভা সব সামাজিক ও রাজনৈতিক সংগঠনকে জেনারেল রবের জন্ম ও মৃত্যু দিবস পালন আহ্বান জানায়। সভায় জেনারেল ওসমানীর নাম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

এ আলোচনা সভা থেকে প্রবাসীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন‍্য জোর দাবি জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন— সাংবাদিক খান জামাল নুরুল ইসলাম, সাংবাদিক ও রাজনীতিবিদ ছমির উদ্দিন, গণফোরাম নেতা গোলাম হোসেন আহ্বাব, সাবেক মেয়র ও কমিউনিটি নেতা সেলিম উল্লাহ, সদর অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শাহীন আহমদ, সাবেক মেয়র ও ছাত্রনেতা শহীদ আলী, কমিউনিটি নেতা শাহীন রশীদ, বাতিরুল হক সর্দার, সাংবাদিক ও সমাজকর্মী মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, লন্ডন মহানগর জাসদ সভাপতি সৈয়দ এনামূল হক, কমিউনিটি নেতা আ হ ম ফখর কামাল, সমাজকর্মী ও ছাত্রনেতা নওসাদ নুর, কমিউনিটি নেতা মোহাম্মদ শওকত, নূর বক্স সুনামগঞ্জ জেলা গণদাবী পরিষদের প্রধান উপদেষ্টা মজির উদ্দিন, জাসদ নেতা রেদওয়ান খান, শেখ দবির মিয়া, রাজনীতিবিদ ফখর উদ্দিন চৌধুরী প্রমুখ।

সভা শেষে উপস্থিত সবাই নৈশভোজে মিলিত হন। সভাপতি সবাইকে আলোচনা সভায় উপস্থিত হওয়ার জন‍্য ধন‍্যবাদ জ্ঞাপন করেন।

এসএসএইচ