সংযুক্ত আরব আমিরাতে চাকরি করব না চাকরি দেবো এ স্লোগান নিয়ে গড়ে উঠা ইউনিক দুবাইয়ের উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার শারজাহ মজলিস আল-মদিনা হোটেলের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

গ্রুপের সদস্য ও বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনসহ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও অনুষ্ঠানের প্রধান অতিথি ইকবাল বাহার জাহিদ।

তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের ৫০টি দেশের তরুণ উদ্যোক্তা গড়ে তোলার লক্ষে সংগঠনটি নিরলসভাবে কাজ করছে। 

কোর ভলেন্টিয়ার এম ডি নুর ও মডারেটর রাসেল আকন্দের যৌথ সঞ্চালনায় এতে সূচনা বক্তব্য রাখেন কান্ট্রি অ্যাম্বাসেডর ইমাম হোসেন পারভেজ। 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাক্যর মহাসচিব তৌহিদ হোসেন, বস্কিল অব বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা দৌলত জাফরী, চ্যানেল ২৪ এর সিনিয়র নিউজ প্রেজেন্টার ফারাবি হাফিজ, নিউজ ২৪ ও বাংলাধারার ইউএই প্রতিনিধি আবদুল আলীম সাইফুল, অনলাইন গ্রুপের ডাইরেক্টর বাংলাদেশ সেনাবাহিনী সাবেক ওয়ারেন্ট অফিসার নুরুল আলম। 

বিশেষ ভূমিকায় ছিলেন খালেদ ইকবাল সিদ্দিকী, দিদারুল আলম তালুকদার, এইচ এম রাশেদ, মুহাম্মদ মইন উদ্দিন, প্রিন্স ফারুক, রতন খান, মুহাম্মদ জাফর ইকবাল, মোস্তাক আহমেদ মৃধা, আব্দুল কাদের মোহন, সাইফুল আজম। এছাড়াও প্রায় ২ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

আইএসএইচ