সংযুক্ত আরব আমিরাত হাটহাজারী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কাউন্সিল শারজাহ বাংলাদেশ সমিতির বঙ্গবন্ধু হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

আহ্বায়ক কাজী মো. ফিরোজ উদ্দীনের সভাপতিত্বে সদস্য সচিব মো. জমির উদ্দিনের সঞ্চালনায় এবং আকবর হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন মো. আব্দুল হালিম, নুর আকবর, নোমান আহমেদ, শাহাদাত হোসেন, মো. ওসমান, মইনুল হোসেন, মো. ইসলাম, মৌলানা হাফেজ মো. নাছির উদ্দীন এবং আকবর হোসেন।

কাউন্সিলে অধুনালুপ্ত হাটহাজারী সমিতির কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ তাদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বৎসরের জন্য প্রতিনিধি নির্বাচন করেন।

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. ইয়াকুব, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জয়নাল আবেদীন তারেক, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আজিজুল ইসলাম আজিজ এবং অন্য প্রার্থী না থাকায় অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দিতা নির্বাচিত হন মোহাম্মদ শাহাদাৎ।

নির্বাচনপরবর্তী নব নির্বাচিত নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়ায় সবাইকে নিয়ে হাটহাজারী সমিতির কার্যক্রমকে আরও বেগবান করার অভিপ্রায় ব্যক্ত করেন।

এইচকে