মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ইতালি আওয়ামী লীগ পালেরমো শাখার উদ্যোগে আলোচনা সভা ও শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) স্থানীয় একটি রেস্টুরেন্টে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পালেরমো আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন পালেরমো আওয়ামী লীগের সভাপতি সেকান্দর মিয়া। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য দেন পালেরমো আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি জাহিদ আহমেদ রুবেল, আমির হোসেন আমু, সম্পাদক শেখ আলমগীর, আওয়ামী লীগের উপদেষ্টা মুজিবুল হক ভুঁইয়া, যুবলীগের সভাপতি এম এ হালিম, সাধারণ সম্পাদক এমদাদ রহমান সাইফুল, সহ সাধারণ সম্পাদক সোহেল রানা চৌধুরী, ইকরাম দেওয়ান, কমল নন্দী,সাংগঠনিক সম্পাদক কয়েস আলী, আওয়ামী লীগ নেতা মিহির মজুমদার, যুবলীগ সহ সভাপতি আমিনুর রহমান আতিক, সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল আকন্দ, কোষাধ্যক্ষ আজিজুল হক।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা বোরহান উদ্দিন, নির্বাহী সদস্য নামজুল ইসলাম, ফয়সল আহমেদ, এজাজুল হক, আফর উদ্দিন, শেখ নুরে আলম, সামসুল ইসলাম রুবেল, উদ্দিন,পালাশ আহমেদ, মাহফুজুর রহমান, দবির চৌধুরী, পিন্টু দেবনাথ, রুবেল মাহমুদ প্রমুখ। পরে শহিদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এমএইচএস