বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধুর স্নেহধন্য, ‘প্রবাসীর কথা’ বইয়ের লেখক নূরুল ইসলাম অসুস্থ হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৯১ বছর বয়সী নূরুল ইসলাম দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছেন।

যুক্তরাজ্য প্রবাসী তার ছেলে মুরসালিন ইসলাম ঢাকা পোস্ট যুক্তরাজ্য প্রতিনিধিকে জানান, তার বাবা দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ২৭ ডিসেম্বর অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

পরিবারের পক্ষ থেকে মুরসালিন ইসলাম তার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ ছাড়াও যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটির বিভিন্ন উন্নয়নমূলক কাজে নূরুল ইসলামের অবদান ছিল। তিনি যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী সংগঠন ‘বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের’ প্রতিষ্ঠাতা সেক্রেটারি, যা পূর্বে পাকিস্তান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে ছিল। এছাড়াও তিনি সিলেটে “ওভারসিজ সেন্টারের প্রতিষ্ঠাতা ও সিনিয়র কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন। ন্যাশনাল ফেডারেশন অব পাকিস্তান অ্যাসোসিয়েশন ইন ইউকের ফাউন্ডার জেনারেল সেক্রেটারি ছিলেন তিনি।

এছাড়াও তিনি ব্রিটেন ও বাংলাদেশের আরও বহু সংগঠনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন।

১৯৭১ সালে তিনি সেক্টর ৪-এ মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ এবং যুক্তরাজ্য, ফ্রান্স এবং যুগোস্লাভিয়া সফর করেন বাংলাদেশের স্বাধীনতার জন্য সমর্থন বাড়াতে। ১৯৭১ সালে দেওয়ান ফরিদ গাজীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১-৭২ সময়খণ্ডে স্বাধীনতার পর তিনি প্রশাসনিক সচিব ছিলেন।

২০১২ সালে তাকে তার বই ‘প্রবাসীর কথা’র লেখক হিসেবে বাংলা একাডেমির ফেলোশিপ দেওয়া হয়। গবেষণা গ্রন্থ ‘প্রবাসীর কথা’র অসামান্য অবদান রয়েছে বিশ্ব অভিবাসনের ক্ষেত্রে। ২০১৩-১৮ সালে তিনি বোর্ড সদস্য ছিলেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ব্যাংকের। 

২০১৩ সালে অভিবাসনের উপর তার দ্বিতীয় গবেষণা বই ‘From Sojourner to Settlers’ সম্পূর্ণ করেছেন। বইটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়।

এইচকে