যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের হ্যামট্রামিক সিটির ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মো. কামরুল হাসান। মঙ্গলবার সিটি কাউন্সিলের এক সভায় শূন্য-সাত ভোটে ডেপুটি মেয়র নির্বাচিত হন তিনি।

২০০৯ সাল থেকে তিনি ওই সিটির টানা তিনবারের নির্বাচিত কাউন্সিলম্যান পদে দায়িত্ব পালন করে আসছেন। তার ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার বিষয়টিকে মিশিগানের প্রবাসী বাংলাদেশিরা মূলধারার রাজনীতিতে বাংলাদেশের সাফল্য বলে মনে করছেন।        

কামরুল হাসান বাংলাদেশের চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুর গ্রামের প্রয়াত আমিনুল হক মেম্বারের ছেলে। তিনি ১৯৯৪ সালে আমেরিকা আসেন। বসবাস করছেন হ্যামট্রামিক শহরে। চাকরি করছেন ফোর্ড মোটর কোম্পানির প্রসেস্টার ইঞ্জিনিয়ার পদে।        

কামরুল হাসান ডেপুটি মেয়র হওয়ার খবরে দারুণ খুশি বাংলাদেশিরা। হ্যামট্রামিক সিটির বাংলা টাউনে অনেককে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। কেউ কেউ ফেসবুকে তার ছবি পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন।

আরএইচ