বিদেশি বিনিয়োগ আকর্ষণে বরাবরের মতো নিজের অবস্থান ধরে রেখেছে সংযুক্ত আরব আমিরাত। আঞ্চলিক ও বৈশ্বিক বিনিয়োগ মানচিত্রে একটি চমৎকার অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে দেশটি। 

বিনিয়োগে আমিরাত এ অবস্থান ধরে রেখেছে, কারণ আকর্ষণীয় পরিবেশ দেওয়ার ক্ষেত্রে দেশটি অবকাঠামো ও আইনি সেবা দিতে সক্ষম। করোনাভাইরাস মহামারির মধ্যেও দেশটি ২০২০ সালে ৭৩ বিলিয়ন দেরহাম বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে পেরেছে। 

ফেডারেল সেন্টার ফর কমপিটিটিভনেস অ্যান্ড স্ট্যাটিস্টিকস আমিরাতের সুবর্ণজয়ন্তী উপলক্ষে একটি রিপোর্ট প্রকাশ করে। এমিরেটস ফিগারস শীর্ষক ওই রিপোর্টে বলা হয়, বিগত বছরগুলোতে দেশটির বিদেশি বিনিয়োগের আকর্ষণ ক্রমে বেড়ে চলেছে। 

প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত বিশ্বে বিদেশি বিনিয়োগ আকর্ষণে ১৫তম স্থান অর্জনে সক্ষম হয়েছে।

আরএইচ