সংযুক্ত আরব আমিরাতের শারজায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩৫ বছরের বাংলাদেশি অন্তঃসত্ত্বা নারী ও তার নয় বছরের মেয়ে নিহত হয়েছেন। নিহতের স্বামী ও দুই শিশু গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানায়, অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামীকে আল কাসিমি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুদের রাত ১১টার দিকে শারজাহ আল কুয়েতি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুদের মধ্যে একজনের অস্ত্রোপচার প্রয়োজন।

নিহত নারীর স্বজনরা জানান, গত মঙ্গলবার রাতে আব্দুল হামিদ তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন। যাত্রাপথে গাড়ি সিগনালে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগামী একটি গড়ি পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়ির ওপর দুমড়েমুচড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ টহল ও জরুরি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠায়। প্রথম গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরে তাকে গ্রেফতার করা হয়েছে। নিহত ও আহতদের আল কাসিমি হাসপাতালে স্থানান্তর করা হয়। তারা কক্সবাজার জেলার টেকনাফের বাসিন্দা।

ওএফ