আবুধাবি থেকে মান্নানের লাশ চট্টগ্রামে পৌঁছাবে বৃহস্পতিবার
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী আবুধাবিতে গত ২১ জানুয়ারি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান এম এ মান্নান (৩৪)।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের ছেলে মান্নানের লাশ বৃহস্পতিবার তার নিজ গ্রামে পৌঁছাবে। তার আগে বুধবার রাতে ঢাকায় হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে মরদেহ বহনকারী বিমানটি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে বিমানের অভ্যন্তরীণ (ডোমেস্টিক) ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হবে মরদেহ।
এদিকে আমিরাতের স্থানীয় সময় আজ বুধবার সকাল ৮টায় আবুধাবিতে বানিয়াছ কবরস্থান মসজিদে মান্নানের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
মান্নান প্রবাসে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
এনএফ