আবুধাবির ক্রাউন প্রিন্স এবং সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন, সংযুক্ত আরব আমিরাত এবং আরব প্রজাতন্ত্র মিশরের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক এবং ভ্রাতৃত্বপূর্ণ।

গতকাল আবুধাবির আল-ওয়াতান প্রাসাদে মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাত্তাহ আল-সিসি এবং তার সরকারি প্রতিনিধি দলকে সংবর্ধনা জানানো হয়। এ সংবর্ধনার সময় এ সব কথা বলেন আবুধাবির ক্রাউন প্রিন্স এবং সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার।

এ সময় শেখ মোহাম্মদ বিন জায়েদ আলী আবদুল ফাত্তাহ আল সিসিকে স্বাগত জানান এবং তার সঙ্গে সাক্ষাতে আনন্দ প্রকাশ করেন পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জাঈদের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং আব্দুল ফাত্তাহ আল-সিসি ও সংযুক্ত আরব আমিরাতের আরও উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন।

এ সময় মোহাম্মদ বিন জায়েদ উভয় দেশের পুরনো সম্পর্ক আরও মজবুত করার পাশাপাশি উভয় দেশের উন্নয়ন নিয়ে যৌথ কাজ করার ব্যাপারে আলোচনা করেন।

আইএসএইচ