সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় সুস্থ হয়েছেন ৯১০জন, মারা গেছেন তিনজন। গতকাল রোববার আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ২৯১জন।

সোমবার (৩১ জানুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এ সময় ৪ লাখ ৯২ হাজার ৯৯ জনের করোনা পরীক্ষা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৪৫ হাজার ৫৮ জন, মারা গেছেন ২ হাজার ২৪৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৭ হাজার ৯৬ জন।

সংযুক্ত আরব আমিরাতে ২০১৯ সালের ২৯ জানুয়ারি সর্বপ্রথম করোনা শনাক্ত হয়। মাঝে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছিল। কিন্তু নতুন করে আবারও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় চিন্তা বাড়ছে প্রবাসীদের মধ্যে।

এসকেডি