সোমালিয়ায় আমিরাতের মানবিক কার্যক্রম
তিন বছর ধরে অতি খরার কারণে মানবিক সংকটের মুখোমুখি হচ্ছেন সোমালিয়ার মানুষ। খরায় ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ পৌঁছানোর জন্য সংশ্লিষ্ট সংস্থাকে দ্রুত কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ।
বলা হয়েছে, ক্ষতিগ্রস্তদের কাছে মানবিক সহযোগিতা পৌঁছানোর জন্য, যা কিছু করা দরকার সবই করতে হবে।
বিজ্ঞাপন
এদিকে শেইখ হামদান বিন জায়েদ আলী নাহিয়ান ইতোমধ্যে রেড ক্রিসেন্টের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ সামির সঙ্গে এ বিষয়ে ফোনে আলাপ করেছেন। এ সময় তিনি সোমালিয়ার মানবিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। পাশাপাশি সেখানে সংযুক্ত আরব আমিরাতের মানবিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কেও জানতে চান।
সোমালিয়া ক্ষতিগ্রস্তদের এই সংকট থেকে বের করতে সংযুক্ত আরব আমিরাত নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।
বিজ্ঞাপন
এমএইচএস