পর্তুগালের রাষ্ট্রীয় ও সামাজিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২২ সালে মিডিয়া ক্যাটাগরিতে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবকে একুশে পদকে ভূষিত করা হয়েছে। এই প্রথম কোনো প্রবাসী বাংলাদেশি সংগঠন হিসেবে পর্তুগাল বাংলা প্রেসক্লাবকে সেরা সংগঠন হিসেবে পদক দেওয়া হয়েছে। 

২১ ফেব্রুয়ারি (সোমবার) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউরোপীয় ইউনিয়ন এবং পর্তুগাল সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ কমিউনিটি অব পর্তোর সমন্বয়ে এ পদক দেওয়া হয়েছে।

পর্তুগালের সাংস্কৃতিক সংগঠন ইসপাসোটি এবং বাংলাদেশ কমিউনিটি অব পর্তোর উদ্যোগে সোমবার সন্ধ্যায় পোর্তোর স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের প্রথম পর্বে শহীদ মিনারে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাসহ পর্তুগালের পুলিশের সুপারিনটেনডেন্ট ড. ম্যানুয়েল সিলভা লেইট, ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য ডা. ম্যানুয়েল পিজারো, ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির সংসদ সদস্য ড. টিয়াগো বারবোসা রিবেইরো, পোর্তো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওলগা মাগনো, পোর্তো সিটি কাউন্সিলর ড. ফারনান্দো পাউলো, পোর্তোর বনফিমের সভাপতি ড. জোয়াও রিকার্ডো আগুয়ার, পোর্তো ইসলামিক কমিউনিটির সভাপতি আবদুর রহমান, পোর্তো হিন্দু কমিউনিটির সভাপতি কামিল, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর নেতা, পর্তুগালের ক্ষমতাসীন স্যোশ্যালিস্ট পার্টির নেতা, পোর্তো সিটি কর্পোরেশনের প্রতিনিধি, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবসহ পোর্তো শহরের প্রবাসী বাংলাদেশিরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সদ্য অলিম্পিকে পর্তুগালের স্বর্ণ বিজয়ী ক্রিড়াবিদ পেদ্রো পিকারর্দো, পর্তুগালে অভিবাসন বিষয়ক মন্ত্রণালের সচিব, পর্তুগাল বাংলা প্রেসক্লাব, পূর্ব ইউরোপের অভিবাসন নিয়ে কাজ করা পর্তুগালের একটি সংগঠন, পোর্তোর শিক্ষাবিদ ম্যানুয়েল এন্টিনিও সোসাসহ ৮ ব্যক্তি ও সংগঠনকে চতুর্থ সংস্করণে একুশে পদক-২০২২ এ ভূষিত করা হয়।

বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল ঢাকা পোস্টকে জানান, প্রথমবারের মতো আমাদের বাংলাদেশি কোনো সংগঠনকে আমরা একুশে পদক দিতে পারায় অনেক বেশি গৌরব বোধ করছি। 

সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপদেষ্টা মোশাররফ হোসেন কিরন অনুষ্ঠানে পর্তুগিজ-বাংলাদেশ সম্পর্কসহ পর্তুগিজ ভাষা, সাহিত্য সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। অপরদিকে একুশে পদক প্রাপ্ত ব্যক্তি এবং সংগঠনের মুখপাত্ররা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অনন্য এই পদক আমাদের আরো বেশি অনুপ্রেরণা যোগাবে।

জেডএস