প্রতীকী ছবি

আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। স্ত্রীর প্রতি ভালবাসার কারণে আমি আদর করে তাকে নানা নামে ডাকি। মাঝেমধ্যে ভালোবাসার আবেগে আমি তাকে আপু বলেও ডেকে থাকি।

কিন্তু কিছুদিন আগে হঠাৎ আমার ভেতর খটকা লাগা শুরু করেছে যে, এই শব্দে স্ত্রীকে সম্বোধন করা কি ঠিক? যদি ঠিক না হয়- তাহলে তো আমার গুনাহ হচ্ছে। তাই এখন আমি জানতে চাই যে, স্ত্রীকে আপু বলে সম্বোধন করার বিধান কী? এতে কি কোনো অসুবিধা হবে?

এই প্রশ্নের উত্তর হলো- ভালোবাসার কারণে হোক কিংবা অন্য কোনো কারণে হোক— স্ত্রীকে আপু বলে ডাকা উচিত নয়। আল্লাহর রাসুল (সা.) একজনকে এভাবে বলতে শুনে— তা থেকে নিষেধ করেছেন। (সুনানে আবু দাউদ, হাদিস : ২২১০)

তাই প্রত্যেকের উচিত— স্ত্রীকে এভাবে সম্বোধন না করা। আগে করে থাকলেও এখন থেকে এমন সম্বোধন থেকে বিরত থাকা। আর প্রসঙ্গত জেনে রাখা জরুরি যে, কেউ যদি তার স্ত্রীকে এভাবে সম্মোধন করেও ফেলে— তবে এর দ্বারা তাদের বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না।

আরও পড়ুন : ইসলামে স্ত্রীর ভরণ-পোষণের দায়িত্ব স্বামীর

আরও পড়ুন : দাম্পত্য জীবনে মিথ্যা বলা জায়েজ?

তথ্যসূত্র : ফাতহুল কাদির : ৪/৯০-৯১; আল-বাহরুর রায়েক: ৪/৯৮; আদ্দুররুল মুখতার : ৩/৪৭; বাযলুল মাজহুদ : ১০/৩২২

প্রশ্নটি করেছেন : কামরুল ইসলাম সজিব, চৌমুহনী, নোয়াখালী।

ঢাকা পোস্টের ইসলাম বিভাগে আপনিও প্রশ্ন পাঠাতে পারেন। জীবনঘনিষ্ঠ কোনো বিষয়ে প্রবন্ধ-নিবন্ধ ও প্রশ্ন পাঠাতে মেইল করুন : dhakapostislam@gmail.com