চ্যাথামের একটি মসজিদ। ছবি : সংগৃহীত

কয়েক বছরের আইনি লড়াইয়ের পর ওন্টারিওর চ্যাথামের মুসলিম সম্প্রদায় নামাজের জন্য স্থান পেয়েছে। চলতি মাসে ইসলামিক সেন্টার উদ্বোধনের মধ্য দিয়ে তারা নামাজ আদায়ের স্থান পায়। এর আগে ওই ভবনটি সেন্ট জেমস প্রেসবিটারিয়ান গির্জা ছিল।

চ্যাথাম ইসলামিক সেন্টারের প্রেসিডেন্ট আমির নাভিদ সংবাদমাধ্যমকে বলেন, দীর্ঘদিন পর চ্যাথামে মুসলিমরা উপস্থিত হয়েছে। আন্তঃধর্মীয় গ্রুপের সঙ্গে তারা বেশ ভালো কাজ করছে।

চ্যাথামের মুসলিম সম্প্রদায় নতুন ভবনে তরুণ প্রজন্মকে ইসলামি রীতিনীতি শিক্ষা দেওয়ার ব্যাপারে ভীষণ আনন্দিত। আমির নাভিদ বলেন, ‘এটি কেবল একটি ভবন নয়। এটি হচ্ছে সমগ্র মুসলিম সংস্কৃতি ও সমাজের ভিত্তিতে আমাদের প্রতিবেশীদের জানার একটি তত্ত্ব। আপনি কেবল নামাজের জন্য আসবেন এবং নামাজ শেষ হলে বাসায় চলে যাবেন- এমনটি এখানে হবে না।’ 

দীর্ঘদিন ধরে চ্যাথামে অবস্থানরত বাসিন্দা ও ইসলামিক সেন্টারটির সদস্য রিজওয়ান খান বলেন, তিনি এই কমিউনিটির অন্তর্ভুক্ত হতে পেরে গর্বিত এবং তাদের অর্থনৈতিক সহায়তার জন্য কৃতজ্ঞ।

তিনি আরো বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া জানাই, এই সুযোগে আমাদের শামিল করার জন্য। তবে করোনা মহামারির কারণে সবাইকে আমরা এখানে আসতে দিচ্ছি না। সীমিত পরিসরে মানুষ এখানে আসছেন।’ 

নাভিদ বলেন, ‘এর আগে এখানকার মুসলিম সম্প্রদায়কে এত বেশি আনন্দিত হতে আমি কখনো দেখিনি। সবাই এখানে আসতে ও থাকতে চাইছে। আমরা অনেক বেশি উদ্দীপ্ত।’ 

কানাডাার পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, দেশটিতে মুসলিমদের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে। গত এক দশকে কানাডায় মুসলিমদের শতকরা হার ৮২ শতাংশ বেড়েছে। দেশটির মোট জনসংখ্যার ৩ দশমিক ২ শতাংশ মুসলিম।