দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামীকাল শুক্রবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হয়ে চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। কিন্তু এর দুইদিন আগ থেকেই কানায় কানায় পূর্ণ ইজতেমা ময়দান। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বাদ ফজর বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের জন্য প্রাথমিক আম বয়ান হয়েছে। 

বৃহস্পতিবার বাদ জোহর বয়ান করেছেন মাওলানা রবিউল হক। আসর পর বয়ান করেছেন মাওলানা ফারুক। বাদ মাগরিব বয়ান করছেন মাওলানা ইব্রাহিম দেওলা। তার বয়ানে বাংলা অনুবাদ করছেন মাওলানা জোবায়ের আহমদ। আরবি অনুবাদ করছেন মাওলানা আব্দুল মতিন।

এছাড়াও ইজতেমার মূল কার্যক্রমের তিন দিনই করা হবে গুরুত্বপূর্ণ বয়ান, তাবলিগের কোন মুরব্বি আলেম কখন বয়ান করবেন তুলে ধরা হল এখানে-

শুক্রবার (১৩-০১-২০২৩)

ফজরের পর, মাওলানা জিয়াউল হক রায়বেন্ড।
মুআল্লিমিনদের সাথে মোজাকারা মাওলানা জিয়াউল হক।

আরও পড়ুন >>> বিশ্ব ইজতেমা : সম্প্রীতির মেলবন্ধন 

বাদ জুমা বয়ান, মাওলানা ইসমাইল গুদরাহ।

বাদ আসর, মাওলানা যুবাইর আহমদ।

বাদ মাগরিব, মাওলানা আহমদ লাট।
বাংলা অনুবাদ, মাওলানা ওমর ফারুক।

 শনিবার (১৪-০১-২০২৩)

বাদ ফজর, মাওলানা খুরশিদুল হক রায়বেন্ড।

বাদ জোহর, ভাই ওমর ফারুক।

বাদ আসর, মাওলানা জুহাইরুল হাসান।

বাদ মাগরিব, মাওলানা ইব্রাহিম দেওলা।
বাংলা অনুবাদ, মাওলানা জুবায়ের আহমদ।

শনিবার বিশেষ বয়ান (সকাল)

আলেমদের উদ্দেশ্যে বয়ান, মাওলানা ইব্রাহিম দেওলা।

ছাত্রদের উদ্দেশ্যে বয়ান, মাওলানা খুরশিদুল হক রায়বেন্ড।

রবিবার (১৫-০১-২০২৩)

হিদায়াতি বয়ান, সাড়ে সাতটায় মাওলানা আবদুর রহমান।
বাংলা অনুবাদ, মাওলানা আব্দুল মতিন।

বিশেষ নসিহত করবেন, মাওলানা ইব্রাহিম দেওলা, বাংলা অনুবাদ মাওলানা জুবায়ের আহমদ।

ইজতেমা মাঠের আখেরি মোনাজাত করবেন মাওলানা জুবায়ের আহমদ।

ইজতেমা মাঠের নামাজের সূচী:

জুমা ও জোহরের আজান ১টায়। জামাত ১.৩০। আসরের আজান ৩: ৫৫ জামাত ৪: ১৫ জুমা মাওলানা জুবায়ের আহমদ।

এনটি