প্রতীকী ছবি

মানুষের কাছে কিছু চাইলে তারা অসন্তুষ্ট হয়। কিন্তু আল্লাহ তায়ালা বান্দার প্রার্থনায় খুশি হন এবং তিনি চান বান্দা সবসময় তার কাছে প্রার্থনা করুক এবং নিজের প্রয়োজনের সব কথা খুলে বলুক। দিনে রাতে যেকোনো সময় আল্লাহ তায়ালার কাছে নিজের প্রয়োজনে দোয়া করা যায়। 

পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে—

وَ اِذَا سَاَلَكَ عِبَادِیْ عَنِّیْ فَاِنِّیْ قَرِیْبٌ ؕ اُجِیْبُ دَعْوَةَ الدَّاعِ اِذَا دَعَانِ

অর্থ : আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমি তো নিশ্চয় নিকটবর্তী। আমি আহবানকারীর ডাকে সাড়া দেই, যখন সে আমাকে ডাকে। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে। আশা করা যায় তারা সঠিক পথে চলবে।- (সূরা বাকারা, আয়াত, ১৮৬) 

পবিত্র কোরআনে সূরা আরাফে আল্লাহ তায়ালার কাছে ক্ষমা, রহমত কামনা, জুলুম থেকে বাঁচা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে। এখানে এমন চারটি দোয়া তুলে ধরা হলো—

 

গুনাহের পর ক্ষমা এবং রহমত কামনার দোয়া


رَبَّنَا ظَلَمۡنَاۤ اَنۡفُسَنَا ٜ وَ اِنۡ لَّمۡ تَغۡفِرۡ لَنَا وَ تَرۡحَمۡنَا لَنَکُوۡنَنَّ مِنَ الۡخٰسِرِیۡنَ

উচ্চারণ : রাব্বানা যালামনা- আংফুছানা ওয়াইন-লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না-মিনাল-খাছিরিন।

অর্থ : ‘হে আমাদের রব, আমরা নিজদের উপর যুলম করেছি। আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব’। (সূরা আরাফ, (৭), আয়াত, ২৩)

অত্যাচারী না হওয়ার দোয়া

رَبَّنَا لَا تَجۡعَلۡنَا مَعَ الۡقَوۡمِ الظّٰلِمِیۡنَ

উচ্চারণ : রাব্বানা লা-তাজআলনা-মাআল ক্বাওমিয-যালিমিন।

অর্থ :  ‘হে আমাদের রব, আমাদেরকে যালিম কওমের অন্তর্ভুক্ত করবেন না’।  (সূরা আরাফ, (৭), আয়াত, ৪৭)

 

উত্তম ফয়সালার দোয়া

 رَبَّنَا افۡتَحۡ بَیۡنَنَا وَ بَیۡنَ قَوۡمِنَا بِالۡحَقِّ وَ اَنۡتَ خَیۡرُ الۡفٰتِحِیۡنَ

উচ্চারণ : রাব্বানাফ-তাহবাইনানা-ওয়া-বাইনানা ওয়া বাইনা ক্বাওমিনা বিলহাক্ব, ওয়া আংতা খাইরুল ফাতিহীন।

অর্থ :  হে আমাদের রব, আমাদের ও আমাদের কওমের মধ্যে যথার্থ ফয়সালা করে দিন। আর আপনি শ্রেষ্ঠ ফয়সালাকারী। (সূরা আরাফ, (৭), আয়াত, ৮৯)

 

ধৈর্য ও মুসলিম হিসেবে মৃত্যুর দোয়া

 
رَبَّنَاۤ اَفۡرِغۡ عَلَیۡنَا صَبۡرًا وَّ تَوَفَّنَا مُسۡلِمِیۡنَ

উচ্চারণ : রাব্বানা আফরিগ আলাইনা ছাবরা, ওয়া-তা-ওয়াফ-ফানা মুসলিমীন।

অর্থ : হে আমাদের রব, আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসাবে আমাদেরকে মৃত্যু দান করুন।’ (সূরা আরাফ, (৭), আয়াত, ১২৬)