চন্দ্রমাসের হিসাব অনুযায়ী সৌদি আরবে ২৯ রমজান শুরু হয়েছে রোববার (৭ এপ্রিল) সন্ধ্যা থেকে। এ দিন রাতে দেশটির মক্কা শহরে অবস্থিত মসজিদুল হারামে তারাবির নামাজে কোরআন খতম করা হয়েছে।

খতম তারাবি ও দোয়ায় অংশ নিতে এ রাতে মসজিদুল হারামে ২৫ লাখের বেশি মুসল্লি অংশ নিয়েছেন।

সৌদি সংবাদ মাধ্যম এসপিএ ও আল আরাবিয়া জানিয়েছে, এদিন সকাল থেকেই মসজিদুল হারামে যাওয়া শুরু করেছিলেন মুসল্লিরা। মসজিদের ভেতর-বাহির ছাড়াও ছাদ ও আশপাশের সড়ক মুসল্লিতে ভরপুর ছিল।

এ রাতে হারামাইন শরিফাইনের ধর্মীয় বিষয়ক প্রধান শায়খ আব্দুর রহমান আস-সুদাইস সবার মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তি ও দেশের শান্তি কামনা করে দোয়া করেন।

এছাড়াও মসজিদে নববীতে ২৯ রমজান রাতে খতম তারাবি ও দোয়ায় অংশ নিয়েছেন লাখো মুসল্লি। মসজিদ প্রাঙ্গণ, ছাদ, আশপাশের বর্ধিত অংশ নামাজ শুরুর আগেই মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়।

এ রাতে মসজিদে নববীতে তারাবির নামাজে ইমামতি করেছেন শায়খ সালেহ আল বুদাইর।  তিনি মুসলমানদের জন্য মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তি ও দেশের কল্যাণ কামনা করেন।

এ দিন মুসল্লিদের সেবার জন্য সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছিল হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ।