হিজরতের পর মদিনায় জন্ম নেওয়া প্রথম সাহাবি যিনি
প্রতীকী ছবি
হিজরতের পর মদিনায় সর্বপ্রথম জন্ম নেওয়া মুহাজির ও শিশু সাহাবি ছিলেন হজরত আব্দুল্লাহ ইবনে যুবাইর (রা.)। তিনি বিখ্যাত নারী সাহাবি আসমা (রা.) এর গর্ভে জন্মগ্রহণ করেন। তাঁকে গর্ভে ধারণ করে মদিনায় হিজরতের পথে পা বাড়ান আসমা (রা.)। মদিনার উপকণ্ঠে কুবা পল্লীতে অবস্থানকালে আব্দুল্লাহ ইবনে যুবাইর (রা.) জন্মগ্রহণ করেন।
আব্দুল্লাহ ইবনে যুবাইর (রা.) এর জন্মগ্রহণে মদিনার মুসলমানদের মাঝে খুশির বন্যা নেমে আসে। কিন্তু ইহুদিদের মাঝে অসন্তোষ দেখা দেয়।
বিজ্ঞাপন
কারণ, তারা মুহাজিরদের বিরুদ্ধে এমন কঠিন কালো জাদু করেছিল, যাতে কোনো মুহাজিরের সন্তান না হয়। কিন্তু মহান আল্লাহর রহমতে তাদের সেই কালো জাদু কোনো কাজে আসেনি।
ভূমিষ্ঠ হওয়ার পর শিশুপুত্র আব্দুল্লাহ ইবনে যুবাইর (রা.)-এর মা আসমা (রা.) তাঁকে নিয়ে রাসুল (সা.)-এর খেদমতে হাজির হন। এবং নবীজি (সা.)-এর কোলে তুলে দেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
নবীজি (সা.) তাঁকে স্নেহ করেন, তাহনিক করান। অর্থাৎ, খেজুর চিবিয়ে তাঁর মুখে দেন। এই তাহনিকের মাধ্যমে তাঁর পেটে দুনিয়ার কোনো খাবারের আগে সর্বপ্রথম নবীজি (সা.)-এর থুতু মোবারক প্রবেশ করে। সঙ্গে সঙ্গে প্রবেশ করে ইলম ও হিকমতের অমীয় সুধা। এরপর নবীজি (সা.) তাঁর জন্য বরকতের দোয়া করেন।
হিজরতের পর মদিনায় জন্ম নেওয়া মুহাজিরদের প্রথম সন্তানের নাম রাখেন আব্দুল্লাহ, উপনাম আবু বকর।
নবীজির স্নেহ ও দোয়াপ্রাপ্ত এই সাহাবি একসময় ইসলামের বীর সৈনিক হিসেবে আত্মপ্রকাশ করেন। খেলাফত লাভ করেন। পবিত্র কাবার সংস্কারকাজে অবদান রাখেন।
(সূত্র : তারিখুল খুলাফা )