মসজিদে নববীতে একদিনে ২৭০ টন জমজমের পানি বিতরণ
মসজিদে নববীতে শুক্রবার জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের মাঝে ২৭০ টনেরও বেশি জমজম পানি সরবরাহ করা হয়েছে। হারামাইন শরীফাইনের দায়িত্বপ্রাপ্ত জেনারেল প্রেসিডেন্সি মুসল্লিদের এই জমজমের পানি সরবরাহ করেছে।
সৌদি সংবাদমাধ্যম এসপিএ-এর বরাতে জানা গেছে, হজযাত্রী ও আগত মুসল্লিদের উন্নতমানের সেবা দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে তাদের মাঝে জমজমের পানি বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
গত পনেরো দিনে মসজিদে নববীতে মোট ৩ হাজার ৩৬০ টন জমজম পানি ব্যবহৃত হয়েছে। মসজিদে নববীর চত্বর, করিডোর ও ফ্লোরে স্থাপিত বিশেষ কন্টেইনারগুলোর মাধ্যমে সহজেই জমজম পানি পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এই কন্টেইনারগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে পানি ঠাণ্ডা থাকে এবং মান বজায় থাকে।
মসজিদের প্রশাসনের অধীনে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান রয়েছে, যারা নিয়মিত জমজম পানির সরবরাহ নিশ্চিত করে। সেখানে শত শত কর্মী নিয়োজিত আছেন এই কাজের জন্য।
এছাড়াও এই প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র কন্টেইনার নয়, বরং মসজিদে নববীর অভ্যন্তরীণ অংশ এবং রওজা শরীফের দিকে যাত্রাকারী জিয়ারতকারীদের মাঝে ছোট বোতলে জমজম পানি বিতরণ করা হয়।