মসজিদে নববীতে দুই মাসে ১১ হাজার টন জমজমের পানি বিতরণ
চলতি বছরের হজ মৌসুমে মসজিদে নববীতে ১১ হাজার টন জমজমের পানি বিতরণ করা হয়েছে। মসজিদুল হারাম ও মসজিদে নববীর তত্ত্বাবধানে নিয়োজিত জেনারেল অথরিটি জানিয়েছে, হজ মৌসুমে মসজিদে নববীতে ১১,৮৩০ টন জমজম পানি বিতরণ করা হয়েছে।
সৌদি বার্তা সংস্থার (এসপিএ) খবরে বলা হয়েছে, ১ জিলকদ থেকে ২৯ জিলহজ পর্যন্ত মক্কা থেকে মদিনা পর্যন্ত ২৪ ঘণ্টা জমজম সরবরাহ নিশ্চিত করা হয়।
বিজ্ঞাপন
এই পানি সরবরাহ একটি সুসংগঠিত ব্যবস্থার অংশ, যার মাধ্যমে মসজিদে নববী এবং এর প্রাঙ্গণ, করিডোর ও মেঝেতে পানি সরবরাহের স্থানগুলোতে জমজম সংরক্ষণ ও বিতরণ করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মসজিদের বিভিন্ন স্থানে বিশেষভাবে ডিজাইনকৃত কন্টেইনারে জমজম রাখা হয় যাতে পানি ঠান্ডা থাকে এবং বিশুদ্ধ থাকে।
জমজম সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে মসজিদ প্রশাসনের অধীনে একটি নির্দিষ্ট বিভাগ রয়েছে, যেখানে শত শত কর্মী এ কাজে নিয়োজিত।
উল্লেখযোগ্য, মসজিদুল হারাম থেকে মসজিদে নববী পর্যন্ত প্রতিদিন ৪২১ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে জমজম ট্যাংকারে আনা হয়। এই ট্যাংকারগুলো বিশেষ স্টিল দিয়ে তৈরি করা এবং জমজম স্থানান্তরের প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়।
জমজম পৌঁছানোর পর তা ল্যাবরেটরিতে পরীক্ষাও করা হয়, যেন পানির বিশুদ্ধতা নিশ্চিত করা যায়।