রাগ কমাতে হাদিসে যে পরামর্শ দেওয়া হয়েছে
অহেতুক রাগ আসে শয়তানের পক্ষ থেকে। রাগ হল আগুণের প্রতিচ্ছবি। আগুণ যেমন সবকিছু পুড়িয়ে ফেলে তেমনি রাগ মানুষের মনুষত্ব ধ্বংস করে দেয়। রাগের কারণেই পরিবার ও সমাজে অধিকাংশ সময় অশান্তির আগুন জ্বলে উঠে। সংসার ভেঙ্গে যায়। পরিবারে ঝগড়ার সৃষ্টি হয়। পরিবার, সমাজ ধ্বংস হয়। এ কারণে অহেতুক রাগ পরিহার করা আবশ্যক।
এক্ষেত্রে হাদিসে নির্দেশনা এসেছে। যদি রাগ উঠে, তাহলে দাঁড়ানো থাকলে বসে পড়বে। ইনশাআল্লাহ রাগের মাত্রা কমে আসবে। যদি বসে পড়ার পরও রাগ না যায়, তাহলে শুয়ে পড়বে। এবার আর রাগ থাকার কথা নয়। যদি শুয়ে পড়ার পরও রাগ না কমে, তাহলে অজু বা গোসল করে ফেলবে। ইনশাআল্লাহ এতে রাগ থাকবে না।
বিজ্ঞাপন
রাগের সময় হাদিসে বর্ণিত এই পদ্ধতিগুলো অনুসরণ করা যেতে পারে। ‘অহেতুক রাগ করা শয়তানের কাজ’ এ বিষয়টিও মাথায় রাখুন। ইনশাআল্লাহ রাগের বদভ্যাস ধীরে ধীরে কমে আসবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
হজরত আবু জর গিফারী (রা.) থেকে বর্ণিত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি তোমাদের কেউ দাঁড়ানো অবস্থায় রাগাম্বিত হও, তাহলে বসে পড়ো। যদি এতে রাগ চলে যায়, তাহলে তো ভাল, নতুবা শুয়ে পড়। (মুসনাদে আহমাদ, হাদিস : ২১৩৪৮)
আবু ওয়াইল আল-কাস (রহ.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদিন আমরা উরওয়াহ ইবনু মুহাম্মাদ আস সাদির কাছে গেলাম। তখন এক ব্যক্তি তার সঙ্গে কথা কাটাকাটি করে তাকে রাগিয়ে দিলো। তখন তিনি দাঁড়ালেন এবং অজু করলেন। এরপর বললেন, আমার পিতা আমার দাদা আতিয়্যাহ (রহ.) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ হচ্ছে শয়তানী প্রভাবের ফল। শয়তানকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। আর আগুন পানি দিয়ে নিভানো যায়। অতএব তোমাদের কারো রাগ হলে সে যেন অজু করে নেয়। (সুনানে আবু দাউদ, হাদিস : ৪৭৮৪)