রাজধানীতে ৩ দিনব্যাপী ব্যতিক্রমী সিরাত প্রদর্শনী, দেখুন ছবিতে
রাজধানী ঢাকার ধানমন্ডিতে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ব্যতিক্রমী সিরাত প্রদর্শনী। ধানমন্ডির মসজিদুত তাকওয়া সোসাইটির উদ্যোগে শুরু হয়েছে ব্যতিক্রমী এই আয়োজন। মসজিদের চতুর্থ তলায় একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) থেকে শুরু হয়েছে এ সিরাত প্রদর্শনী।চলবে আগামী শুক্রবার পর্যন্ত।
বিজ্ঞাপন
প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে সিরাত প্রদর্শনী। সকাল ১০টা থেকে জোহরের আগ পর্যন্ত শুধু পুরুষ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। জোহর থেকে আসর পর্যন্ত প্রদর্শনী দেখার সুযোগ পাবেন নারী দর্শকেরা। আসর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে পুরুষ দর্শকদের জন্য।
বিজ্ঞাপন
মসজিদুত তাকওয়া সোসাইটির ইমাম মাওলানা আব্দুল হাফিজ মারুফ ঢাকা পোস্টকে বলেন, সিরাত প্রদর্শনীকে ঘিরে ব্যাপক সাড়া পড়েছে। রাজধানী ঢাকার বাইরেও অনেকে যশোর, মাগুরা থেকে ব্যতিক্রমী এই আয়োজন দেখতে আসছেন। সকাল থেকে রাত পর্যন্ত ভিড় জমছে।
এই প্রদর্শনীতে প্রতীকীভাবে মহানবী মুহাম্মদ (সা.)-এর যাপিত জীবন তুলে ধরা হয়েছে। প্রদর্শনীতে মাটির ঘর, দৈনন্দিন তৈজসপত্র, পানি রাখার মশক, খেজুরপাতার ছাউনি, খাট এবং তাঁর প্রিয় খাবারগুলো প্রদর্শন করা হচ্ছে। এই সজ্জা মরুভূমির তৎকালীন পরিবেশ এবং নবীজির সাদামাটা জীবনকে ফুটিয়ে তুলেছে।
সিরাত প্রদর্শনীর আয়োজক মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী বলেন, এ প্রদর্শনী আমাদের প্রিয় নবী (সা.)-এর জীবনের নানা দিককে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। বিশেষ করে তখনকার সময়ে তার জীবনযাপন, যে সরলতা ও পবিত্রতা নিয়ে তিনি পথ চলেছেন, তা বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয়। ছবিগুলোতে দেখা কুঁড়েঘর, পানির কূপ-- এগুলো সিরাতের একেকটি জীবন্ত অধ্যায়। নবীজির প্রতি ভালোবাসা জাগাতে এমন আয়োজন খুব প্রয়োজন।
এনটি