ইংল্যান্ডের মিডলসব্রো শহরের আকলামে অবস্থিত মসজিদে মরিয়মে ‘ওপেন ডে’ পালিত হয়েছে। ইসলাম সম্পর্কে ভুল ধারণা ও দ্বিধা দূর করতে এই আয়োজ করেছে মসজিদ কর্তৃপক্ষ। এতে অংশ নিয়েছে দুই শতাধিক দর্শনার্থী। গত শনিবার এই ‘ওপেন ডে’ বা উন্মুক্ত দিবস পালন করা হয়। 

ইসলাম নিয়ে যাদের মনে কৌতূহল, সংশয় বা ভয় ছিল—তাদের জন্য এই দিনে মুক্ত আলোচনার সুযোগ রাখা হয়েছিল। ওপেন ডে’তে সন্ত্রাসবাদ, ইসলামী বিধান ও নারীর অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন অনেকে। 

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, ভয় বা ভুল বোঝাবুঝি ছাড়াই ইসলাম সম্পর্কে প্রশ্ন করার আহ্বান জানিয়ে এই আয়োজন করা হয়েছে। এতে  দুই শতাধিক মানুষ অংশ গ্রহণ করেছেন। এই আয়োজনের মাধ্যমে কেউ কেউ প্রথমবারের মতো কোনো মসজিদে প্রবেশ করেছেন।

আয়োজনের দায়িত্বে থাকা জ্যাক মাহমুদ বলেন, প্রায় সময় ইসলামকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়। মানুষ যেন সরাসরি কোনো ভয় ছাড়া, নিরাপদ পরিবেশে খোলামেলাভাবে ইসলাম সম্পর্কে আলোচনা করতে পারে তাই আমরা এই আয়োজন করেছি।

তিনি জানান, এদিন বিভিন্ন বয়সের মানুষ এসেছিলেন। কেউ কেউ শুরুতে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন, কিন্তু বিদায়ের মুহূর্তে আমরা তাদের সঙ্গে মুসাফাহা করেছি।

মাহমুদের মতে, মিডলসব্রো শহরে সবসময় সম্প্রীতির পরিবেশ ছিল। তবে ২০২৪ সালের জুলাইয়ে তিন কিশোরী হত্যার ঘটনায় ভুল তথ্য ও গুজব ছড়িয়ে শহরে সহিংসতা হয়েছিল। সেই সময়ের পর শহরের পরিবেশে সম্প্রীতি ফেরাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

মিডলসব্রো শহরের মেয়র ক্রিস কুক জানিয়েছেন, শহরকে ঘিরে সামাজিক মাধ্যমে ঘৃণা ও ভুল তথ্যের প্রবাহ বেড়ে গেছে। তাই স্থানীয় এই উদ্যোগটিকে তিনি প্রশংসা করেছেন।

গত বছর উদ্বোধন হওয়া মসজিদে মরিয়ম ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চালিয়ে যেতে চায়, যেখানে সংলাপ, বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধাই হবে মূল বার্তা।

সূত্র : বিবিসি

এনটি