কুয়েতে মসজিদে সিসি ক্যামেরা বসাতে মানতে হবে যে নির্দেশনা
মসজিদে নজরদারি ব্যবস্থায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে কুয়েত। দেশটির ওয়াকফ ও ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় একটি জাতীয় নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মসজিদে সিসিটিভি ক্যামেরা স্থাপন বা পরিচালনা করতে পারবে না।
স্থানীয় দৈনিক আল আনবার বরাতে গাফল নিউজ জানিয়েছে, মন্ত্রণালয় এই নির্দেশনাটি দেশের সব ইমাম ও মুয়াজ্জিনের কাছে পাঠিয়েছে। এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া মসজিদে কোনো ধরনের নিরাপত্তা ক্যামেরা স্থাপন বা তদারকি করা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিজ্ঞাপন
মন্ত্রণালয় জানিয়েছে, এ পদক্ষেপের মূল লক্ষ্য হলো, মসজিদগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, স্থাপনাগুলোকে সুরক্ষা দেওয়া এবং নামাজ আদায়ে আগতদের নিরাপত্তা বজায় রাখা। একই সঙ্গে প্রশাসনিক তদারকি পুরোপুরি সরকারের হাতে রাখাও এই নীতির অংশ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নির্দেশনায় আরও বলা হয়েছে, অননুমোদিত ক্যামেরা স্থাপন কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। কেউ যদি ক্যামেরা দান করতে চায়, তবে তা স্থাপনের আগে অবশ্যই প্রশাসনকে জানাতে হবে। ইতোমধ্যে স্থাপন করা অননুমোদিত ক্যামেরাগুলোর তথ্যও তাৎক্ষণিকভাবে জমা দিতে হবে।
মন্ত্রণালয় সতর্ক করেছে, কোনো ইমাম বা মুয়াজ্জিন যদি অননুমোদিত ক্যামেরার বিষয়ে কর্তৃপক্ষকে না জানায়, তাহলে তাদের আইনগতভাবে দায়ী করা হবে।
এছাড়া মন্ত্রণালয় বলেছে, এই নীতিমালা তাদের চলমান প্রচেষ্টারই অংশ, এর মাধ্যমে দেশজুড়ে মসজিদ পরিচালনা ও ব্যবস্থাপনায় একক মানদণ্ড নিশ্চিত করা হচ্ছে। সব ধরনের নজরদারি ব্যবস্থা কুয়েত সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও দেশের আইন অনুযায়ী পরিচালিত হবে বলে জানানো হয়েছে।
সূত্র : গালফ নিউজ
এনটি